সেমিকন্ডাক্টর শিল্পের প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে অশুভ প্রতিযোগিতা লিপ্ত বিশ্বের প্রভাবশালী দেশগুলো!

সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসের প্রশাসন চীনের কাছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এর প্রযুক্তি এবং এ সংক্রান্ত সাজ সরঞ্জাম ও সফটওয়্যার রপ্তানির ওপর আংশিক নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আরোপ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত খুব সম্ভবত আমেরিকার গোপন পরামর্শ কিংবা নির্দেশনায় সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ ফটোলিথোগ্রাফি প্রযুক্তি যাতে চীনের হাতে চলে না যায় এ জন্য নেদারল্যান্ডস নিষেধাজ্ঞা আরোপ করে থাকতে পারে। তবে চীনের প্রশাসনের তরফে গত ১৫ই জানুয়ারি বুধবার এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করা হয়।

Jan 22, 2025 - 23:01
সেমিকন্ডাক্টর শিল্পের প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে অশুভ প্রতিযোগিতা লিপ্ত বিশ্বের প্রভাবশালী দেশগুলো!
সেমিকন্ডাক্টর শিল্পের প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে অশুভ প্রতিযোগিতা লিপ্ত বিশ্বের প্রভাবশালী দেশগুলো!

চীনের শি জিং পিং সরকার মনে করে যে, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করতে অতি সম্প্রতি কিছু প্রভাবশালী দেশ চীনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে কৌশলে সেমিকন্ডাক্টর শিল্পের প্রযুক্তি রপ্তানি ও হস্তান্তর প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে চায়। যার ফলে বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্প সরবরাহ চেইনের স্থিতিশীলতায় রক্ষায় বড় ধরনের হুমকি দেখা দিয়েছে। চীন এ ধরনের নিষেধাজ্ঞা ও আইনের অপব্যবহারের দৃঢ় বিরোধিতা করে। আসলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের নিয়ন্ত্রণ নিয়ে চীন ও আমেরিকার মধ্যে চলমান দ্বন্দ্ব এবং অশুভ প্রতিযোগিতার চিত্রটি আবারো বিশ্বের সামনে ফুটে উঠেছে।

আসলে বর্তমানে সারা বিশ্বে অতি গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেছে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং সেক্টর। মূলত এই শিল্প আজকের প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইক্রো ও ন্যানো মিটার আকারের চিপস এবং ইন্টিগ্রেটেড সার্কিটের মতো প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে ডিজিটাল ও ইলেকট্রনিক ডিভাইসের মূল মেরুদণ্ড হিসাবে কাজ করছে। আর এই অতি সম্ভাবনাময় সেক্টরে উন্নত বিশ্বের ইন্টেল, নাভদিয়া (NVIDA) , স্যামসাং, এএসএমএল এবং টিএসএমসি এর মতো টেক জায়ান্ট কোম্পানিগুলো ব্যাপক মাত্রায় আধিপত্য বিস্তার করেছে।

এই সেক্টর নিয়ে একাধিক গবেষণামূলক সংস্থা ভবিষ্যদ্বাণী করে যে, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প বা বাজারের আকার আগামী ২০৩০ সালের দিকে আনুমানিক ৯৯৬ বিলিয়ন ডলার থেকে ১.০০ ট্রিলিয়ন ডলার হতে পারে। এদিকে ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিস্টিক্স (ডাব্লিউএসটিএস) দেয়া তথ্যমতে, চলতি ২০২৫ সালে সেমিকন্ডাক্টর বাজারের আকার আনুমানিক ১২.৫% পর্যন্ত বৃদ্ধি পেয়ে ৬৮৭.১৮ বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে। যেখানে গত ২০২৪ সালে এই সেক্টরের সার্বিক বাজারের আকার ছিল কিনা প্রায় ৬২৬.৮৭ বিলিয়ন ডলার এবং গত ২০২৩ সালে তা ছিল প্রায় ৫২৬.৮৯ বিলিয়ন ডলার।

সারা বিশ্বেই ডিজিটাল এবং ইলেক্ট্রনিক পণ্য যেমন মেমোরি এবং লজিক সেক্টরের পাশাপাশি এআই চিপস, ডিফেন্স, ড্রোন, ৫জি টেকনোলজির টেলিকমিউনিকেশন সিস্টেম, এভিয়েশন এন্ড অটোমোটিভ সলিউশনে উচ্চ প্রযুক্তির ন্যানো মিটার চিপের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ শিল্পের বাজার হয়ত আগামী এক দশকেই ২ থেকে ৩ গুণ আকার ধারণ করতে পারে। বর্তমানে বিশ্বের শীর্ষ স্থানীয় উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টর বা ন্যানোমিটার চিপ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে তাইওয়ান, নেদারল্যান্ডস, আমেরিকা, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও দক্ষিণ করিয়া। 

কোম্পানিজ মার্কেট ক্যাপ ওয়েবসাইটের দেয়া তথ্যমতে, সারা বিশ্বে প্রায় ১৮টি থেকে ২০টি দেশ সেমিকন্ডাক্টর বা চিপ ম্যানুফ্যাকচারিং করলেও করলেও বাস্তবে এই উচ্চ প্রযুক্তির চিপ ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং এর মূল প্রযুক্তি extreme ultraviolet lithography (EUV) সিস্টেম বা ফটোলিথোগ্রাফি মেশিন তৈরি করে ইউরোপের একমাত্র দেশ নেদারল্যান্ডস। বর্তমানে চীন ও জাপান ফটোলিথোগ্রাফি প্রযুক্তি তৈরির দাবি করলেও বাস্তবে সারা বিশ্বে এই অতি উচ্চ প্রযুক্তির একমাত্র উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হচ্ছে নেদারল্যান্ডস। 

অতি সাম্প্রতিক সময়ে চীনের হুয়াইয়ো এবং জাপানের ক্যানন কোম্পানি তাদের নিজস্ব প্রযুক্তির ফটোলিথোগ্রাফি মেশিন ডিজাইন ও তৈরি করার দাবি করেছে। তবে চীন কিংবা জাপান তাদের নিজস্ব ফটোলিথোগ্রাফি প্রযুক্তি তৈরির দাবি করলেও তা কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই প্রাথমিক এবং পরীক্ষামূলক পর্যায়ে রয়ে গেছে বলে মনে করা হয়। তাই ইউরোপের ডাচ টেক জায়ান্ট অ্যাডভান্স সেমিকন্ডাক্টর ম্যাটারিয়ালস লিথোগ্রাফি (এএসএমএল) কোম্পানি (ডাচ মাল্টি-ন্যাশনাল কর্পোরেশন) হচ্ছে বর্তমানে একমাত্র ফটো-লিথোগ্রাফী মেশিন তৈরি ও রপ্তানিকারক ডেডিকেটেড কোম্পানি। 

কোম্পানিজ মার্কেট ক্যাপ ওয়েবসাইটের দেয়া তথ্যমতে, নেদারল্যান্ডস ভিত্তিক ফটোলিথোগ্রাফি সিস্টেম তৈরির এই অতি মূল্যবান অ্যাডভান্স সেমিকন্ডাক্টর ম্যাটারিয়ালস লিথোগ্রাফি (এএসএমএল) কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে। চলতি ২০২৫ সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী এই কোম্পানির বাজার মূলধন হচ্ছে ২৯৫.০১ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে এটি হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ৩৩তম মূল্যবান কোম্পানি। আবার উইকিপিডিয়ার দেয়া তথ্যমতে, প্রতিষ্ঠানটি গত ২০২৩ সালে কোম্পানিটি ২৮.৩৫ বিলিয়ন ডলার রেভিনিউ এবং ৭.৮৪ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন করে।

সেমিকন্ডাক্টর শিল্পের এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি (EUVL) বা ফটোলিথোগ্রাফি প্রযুক্তির মেশিন ডিজাইন, তৈরি এবং সরবরাহকারী কোম্পানি হিসেবে এখনো পর্যন্ত নিজের শক্ত অবস্থান বজায় রেখেছে নেদারল্যান্ডস ভিত্তিক অ্যাডভান্স সেমিকন্ডাক্টর ম্যাটারিয়ালস লিথোগ্রাফি (এএসএমএল) কোম্পানি। যে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে কিনা আমেরিকা, চীন কিংবা রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশ এখনো পর্যন্ত কিন্তু পিছিয়ে রয়েছে। আর ঠিক তাই এখন এই প্রযুক্তি রাশিয়া কিংবা চীনের হাতে চলে যাওয়া ঠেকাতে নেদারল্যান্ডসের উপর কঠোর নিয়ন্ত্রণ কিংবা নজরদারি চালিয়ে যাচ্ছে আমেরিকা।  

 তথ্যসূত্র: উইকিপিডিয়া, ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিস্টিক্স (ডাব্লিউএসটিএস), সিএমজি।

Sherazur Rahman (সিরাজুর রহমান) শিক্ষক ও লেখক, বিনগ্রাম উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংড়া, নাটোর, বাংলাদেশ।