বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার!

চীন সাম্প্রতিক সময়ে নতুন প্রজন্মের এক অতি উচ্চ প্রযুক্তির ৭২-কিউবিটস সুপারকন্ডাক্টিং “অরিজিন উকং” (Origin Wukong) কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম বিশ্বের সামনে উন্মোচন করেছে। এটি হচ্ছে চীনের নিজস্ব প্রযুক্তির তৈরি তৃতীয় প্রজন্মের সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার।

Sep 10, 2024 - 00:45
Sep 10, 2024 - 00:49
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার!

এটি মূলত পূর্ব চীনের আনহুই প্রদেশের অরিজিন কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি (হেফেই) কোং লিমিটেড এর রিসার্চ সেন্টারে চলতি ২০২৪ সালের ৬ই জানুয়ারিতে সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এটি কিন্তু ইতোমধ্যেই সারা বিশ্বব্যাপী প্রায় ১০ মিলিয়নেরও বেশি দূরবর্তী ভিজিটর পেয়েছে।

চীনের তৈরি নতুন প্রজন্মের এই “অরিজিন উকং” (Origin Wukong) কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং হাইলি অ্যাডভান্স কোয়ান্টাম কম্পিউটার হিসেবে বিবেচনা করা হয়। যেটিকে চীনের সবচেয়ে উন্নত প্রোগ্রামিং সিস্টেম দ্বারা নির্ভর যোগ্যভাবে জটিল পর্যায়ের তথ্য উপাত্ত বিশ্লেষণ ও গবেষণা করার উপযোগী করে ডিজাইন ও তৈরি করার চেষ্টা করা হয়েছে।

এদিকে একাধিক টেক ইনফরমেশন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যে, চীনের এই যুগান্তকারী কোয়ান্টাম কম্পিউটার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চেয়েও নাকি আনুমানিক ১০০ ট্রিলিয়ন গুণ বেশি দ্রুত ডাটা বিশ্লেষণ করতে পারে। যদিও এ ধরনের তথ্য উপাত্তের কোনো বাস্তব ভিত্তি নেই। যেখানে কিনা আমেরিকার তৈরি “ফ্রন্টিয়ার” সুপারকম্পিউটারের ডাটা অ্যানালাইসিস গতি হচ্ছে প্রতি সেকেন্ডে (Rpeak) রেট ১৬৭৯.৮২ পেটাফ্লপ (এফএলওপিএস)।

তাছাড়া চীনের এই অবিশ্বাস্য গতির ও সক্ষমতার সুপারকম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটারের জন্য থার্ড জেনারেশনের কোয়ান্টাম কম্পিউটিং কুফা সি-৭২-৩০০ (Kuafu C72-300) নামক হাইটেক চিপ ব্যবহার করা হয়েছে। এই সি-৭২-৩০০ (Kuafu C72-300) চিপসেটে রয়েছে ১৯৮ কিউবিটস (qubits)। যার মধ্যে কিনা কম্পিউটিশনাল ৭২-কিউবিটস এবং কাপলার ১২৬-কিউবিটস।

এই জাতীয় হাইলি অ্যাডভান্স সুপারকন্ডাকটিং চিপ অবিশ্বাস্যভাবে কেবল অতি নিম্ন মাইনাস -২৭৩.১৫ সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় কাজ করতে পারে। এটির ডিজাইন ও তৈরি করে চীনের দ্য আনহুই কোয়ান্টাম কম্পিউটিং ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার।

বর্তমানে নতুন প্রজন্মের অতি উচ্চ প্রযুক্তির সুপারকম্পিউটার এন্ড কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গবেষণা ও উন্নয়নে চীন এবং আমেরিকার মধ্যে প্রবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এক সময় মহাকাশ গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে প্রবল প্রতিযোগিতা দেখা গেলেও বর্তমানে কিন্তু এই খেলায় মূল অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে রেড জায়ান্ট চীন।

Sherazur Rahman

Sherazur Rahman (সিরাজুর রহমান) Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh.