নেচার ইন্ডেক্স জার্নালে দৃষ্টিতে বিশ্বের সেরা সায়েন্স সিটি!

গত ২১শে নভেম্বর নেচার ইনডেক্স জার্নালে বিশ্বের ২০০টি বিজ্ঞান বান্ধব (সায়েন্স সিটি) শহরের তালিকা প্রকাশ করে। যদিও তাদের এই বিজ্ঞান বান্ধব র‍্যাংকিং বা তালিকাটি গত ২০২৩ সালের তথ্য উপাত্ত ব্যবহার করে প্রকাশ করা হয়েছে।

Dec 8, 2024 - 10:40
Dec 10, 2024 - 11:49
নেচার ইন্ডেক্স জার্নালে দৃষ্টিতে বিশ্বের সেরা সায়েন্স সিটি!
নেচার ইন্ডেক্স জার্নালে দৃষ্টিতে বিশ্বের সেরা সায়েন্স সিটি!

এই তালিকায় মোট ২০০টি শহরের মধ্যে এককভাবে আমেরিকার সর্বোচ্চ সংখ্যক মোট ৫১টি এবং চীনের মোট ৩৬টি আধুনিক শহরের নাম স্থান পেয়েছে। আর বিশ্বের শীর্ষ ২০টি সায়েন্স সিটির মধ্যে চীনের ১০টি, আমেরিকার ৬টি শহরের নাম স্থান পেয়েছে। 

তাছাড়া বিশ্বের শীর্ষ স্থানীয় ২০টি সায়েন্স সিটির তালিকায় যুক্তরাজ্যের ১টি, জাপানের ১টি, দক্ষিণ কোরিয়ার ১টি এবং ফ্রান্সের ১টি শহরের নাম এই তালিকায় স্থান পেয়েছে। এখানে আমেরিকার পাশাপাশি চীনের শহরগুলোর শক্ত অবস্থান অবস্থান ছিল বেশ চোখে পড়ার মতো। 

নেচার ইনডেক্স এর র‍্যাংকিং এ গত ২০২৩ সালে বিশ্বের প্রথম স্থানীয় সায়েন্স সিটি হচ্ছে চীনের বেইজিং শহর। তার পাশাপাশি চীনের সাংহাই শহর দ্বিতীয় স্থানে, আমেরিকার ইউওয়র্ক সিটি তৃতীয় স্থানে রয়েছে। তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক পরাশক্তি রাশিয়ার একমাত্র শহর হিসেবে মস্কো রয়েছে ৮২ তম স্থানে। 

তাছাড়া আমেরিকার বোস্টন শহর এবং চীনের নানজিং শহর পর্যায়ক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে নিজের স্থান করে নিয়েছে। এদিকে বিশ্বের সেরা সায়েন্স সিটির র‍্যাংকিং এ এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশ জাপানের টোকিও শহর ১০ স্থানে, দক্ষিণ কোরিয়ার সিউল ১২ তম স্থানে এবং পূর্ব এশিয়ার এক সমৃদ্ধ ও ছোট্ট নগরী সিঙ্গাপুর শহরের নাম রয়েছে ২৬ তম স্থানে। 

নেচার ইনডেক্স এর গবেষণার ফলাফলে দক্ষিণ এশিয়ার ভারত ব্যতীত অন্য কোন দেশের শহরের নাম এই সায়েন্স সিটির তালিকায় স্থান পায়নি। তবে ভারতের মোট ৫টি শহরের নাম এই তালিকায় স্থান পেয়েছে। এই র‍্যাংকিং এ ভারতের কোলকাতা শহর ৮৪ তম স্থানে, বেঙ্গালুর ৮৫ তম স্থানে এবং মুম্বাই ৯৮ তম স্থানে রয়েছে।

এই সায়েন্স সিটির তালিকায় মুসলিম বিশ্বের একমাত্র দেশ হিসেবে সৌদি আরবের জেদ্দা শহর রয়েছে ১৩৪ তম স্থানে। তাছাড়া মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ ইসরাইলের মোট ৪টি শহরের নাম স্থান পেয়েছে। যার মধ্যে ইসরাইলের রিভোট শহর ৯৩ তম স্থানে, তেল আভিভ ১০৫ তম স্থানে, জেরুজালেম শহর ১১৯ তম স্থানে এবং হাইফা শহর রয়েছে ১৫১ তম স্থানে রয়েছে।

তথ্যসূত্র: নেচার ইনডেক্স।

Sherazur Rahman

Sherazur Rahman (সিরাজুর রহমান) Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh.