সবুজ হয়ে উঠছে সাহারা মরুভূমি
পৃথিবীর অন্যতম শুকতম স্থানগুলো মধ্যে সাহারা মরুভূমি একটি। সাহারা মরুভূমিতে সবুজ গাছের প্রমাণ মিলেছে।
পৃথিবীর অন্যতম শুকতম স্থানগুলো মধ্যে সাহারা মরুভূমি একটি। কিন্তু আশ্চর্যজনক- ভাবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে সাহারা মরুভূমিতে সবুজ গাছের প্রমাণ মিলেছে।
সেপ্টেম্বর ৭ ও ৮ ঘূর্ণিঝড়ের কারণে আফ্রিকার বিশাল উত্তর ও পশ্চিম অংশে প্রচুর বৃষ্টি হয় হয়েছে। ভারী বৃষ্টির কারণে সাহারা মরুভূমির বিভিন্ন স্থানে উদ্ভিদের জমেছে। যার কারনে যার কারনে মরক্কেট, তিউনিসিয়া, লিবিয়ার, আলজেরিয়া শুক স্থানে সবুজ হয়ে উঠছে।
সাহারা বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বেড়েছে। মাঝে মাঝে সেখানে বন্যা দেখা দিচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন, জীবাশ্ম জ্বালানি দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন ভূভাগের মরুভূমি প্রবণতার পাশাপাশি সবুজয়নের সন্তাবনা ও বাড়িয়ে তুলছে।
উডস হোল ওশানোগ্ৰাফিক ইনস্টিটিউশনের সভাপতি পিটাড ডি মেনোকাল জানিয়েছেন যে, আফ্রিকার এ অংশের যখন প্রচুর বৃষ্টি হয়, তখন সেখানে উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায় এর ফলে উদ্ভিদের উপস্থিতি সহজে দেখা যায়।
জার্মানি লাইপজিগ ইউনিভার্সিটি গবেষক কারস্টেন হাউস্টেইনের মতে, মরুভূমি অঞ্চলে এই পরিবর্তনের দুটি কারণ রয়েছে, এল নিনো থেকে লা নিনোতে রূপান্তরের প্রভাব পড়েছে সেখানে। ফলে বৃষ্টিপাতের এলাকা অনেকটাই স্থান পরিবর্তন করেছে।এল নিনোর প্রভাবে স্বাভাবিক তুলনায় অতিরিক্ত গরম লাগে এবং লা নিনো এর উল্টাটি কারণ।
আরেকটি হলো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ও সাহারা মরুভূমি সবুজ হওয়ার আরেকটি কারণ।
কারস্টেন হাউস্টেইন বলেন, পৃথিবী যত বেশি উষ্ণ হবে, দিনের পর দিন সাহারা তত সবুজয়ন হবে।
জুনে নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলাফল বলা হয়েছে যে, আগামী কয়েক দশকে সাহারা সবুজ হতে থাকবে। শুধু মরুভূমি সবুজয়ন সীমাবদ্ধ থাকবে না। আফ্রিকা দেশগুলোকে বড় ধরনের মূল চুকাতে হতে পারে এজন্য। এসব অঞ্চলে বৃষ্টিপাতের বড় ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাহারা মরুভূমিতে মাঝে মাঝে বন্যা দেখা দিচ্ছে, আবহাওয়া উষ্ণ হওয়ার ফলে আগামী দিনে সাহারা মরুভূমি এলাকায় গ্রীষ্মকালে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। এতে এটা বন্যার সন্তাবনা দেখা দিচ্ছে। তবে সাহারা মরুভূমি ঘন অরণ্য পরিণত হতে দীর্ঘ সময় প্রয়োজন হবে।