বৈশ্বিক শিল্প উৎপাদন খাতে (এআই) প্রযুক্তি সমৃদ্ধ রোবটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে!

আন্তর্জাতিক রোবটিক্স ফেডারেশন (আইএফআর) সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের দেশগুলোর শিল্প উৎপাদনের রোবট ব্যবহারের একটি তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের দেয়া তথ্যমতে, বিশ্বজুড়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরে সাম্প্রতিক বছরগুলোতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি সমৃদ্ধ রোবটের ব্যবহার অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শিল্প উৎপাদনে সারা বিশ্বের মধ্যে গড়ে সবচেয়ে বেশি রোবট ব্যবহার করে দক্ষিণ কোরিয়া। তবে রোবট ব্যবহারের সংখ্যার দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে রেড জায়ান্ট চীন।

Nov 22, 2024 - 20:35
বৈশ্বিক শিল্প উৎপাদন খাতে (এআই) প্রযুক্তি সমৃদ্ধ রোবটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে!
বৈশ্বিক শিল্প উৎপাদন খাতে (এআই) প্রযুক্তি সমৃদ্ধ রোবটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্স (আইএফআর) এর প্রকাশিত ওয়ার্ল্ড রোবোটিক্স ২০২৪ রিপোর্ট অনুসারে গত ২০২৩ সালের হিসেব অনুযায়ী সারা বিশ্বে শিল্প উৎপাদন কিংবা ম্যানুফ্যাকচারিং খাতে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে গড়ে প্রায় ১৬২টি ইউনিট রোবট ব্যবহৃত হয়। যেখানে গত ২০১৬ সালে সারা বিশ্বে শিল্প উৎপাদন খাতে রোবটের ব্যবহার ছিল প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে মাত্র ৭৪টি ইউনিট। 

তাদের দেয়া তথ্যমতে, গত ২০২৩ সালে শিল্প উৎপাদন খাতে রোবট ব্যবহারের দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে প্রথম স্থানে ছিল দক্ষিণ কোরিয়া। দেশটিতে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ১,০১২টি রোবট ব্যবহার করা হয়। তাছাড়া প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে সিঙ্গাপুর ৪৭০টি রোবট ব্যবহার করে দ্বিতীয় স্থানে এবং ৪২৯টি রোবট ব্যবহার করে চীন তৃতীয় স্থানে রয়েছে। তবে শিল্প উৎপাদন খাতে রোবট ব্যবহারের সংখ্যার দিকটি বিবেচনা করলে সারা বিশ্বের মধ্যে একক কোন দেশ হিসেবে চীন সারা দেশে প্রায় ৩ লক্ষ ইউনিট রোবট/রোবটিক্স আর্মস ইন্সটল করেছে। 

তাছাড়া শিল্প উৎপাদন খাতে গতিশীলতা আনতে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪২৯টি রোবট ব্যবহার করে চতুর্থ স্থানে ছিল জার্মানি, ৪১৯টি রোবট ব্যবহার করে পঞ্চম স্থানে জাপান এবং সুইডেন ৩৪৭টি রোবট ব্যবহার করে ষষ্ঠ স্থানে নিজের স্থান করে নেয়। আবার একই সময়ে ম্যানুফ্যাকচারিং খাতে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থানে থেকে গড়ে ডেনমার্ক ৩০৬টি, সুইজারল্যান্ড ৩০২টি, আমেরিকা ২৯৫টি, তাইওয়ান ২৯৪টি ইউনিট রোবট ব্যবহার করে।

প্রতিবেদনের দেয়া তথ্যমতে, গত ২০২৩ সালে শিল্পখাতে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে উচ্চ প্রযুক্তির রোবট ব্যবহারের দিক দিয়ে সারা বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে গড়ে নেদারল্যান্ড ২৬৪টি, অস্ট্রিয়া ২৪৫টি, ইতালি ২২৮টি, কানাডা ২২৫টি, বেলজিয়াম ২২৪টি চেক রিপাবলিক ২০৭টি, স্লোভাকিয়া ২০১টি, ফ্রান্স ১৮৬টি স্পেন ১৭৪ এবং ফিনল্যান্ড ১৭৩টি রোবট ব্যবহার করে। তবে শিল্প উৎপাদন খাতে রোবটের ব্যাপক ব্যবহারের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার কোন দেশ বিশ্বের শীর্ষ ২০টি দেশের তালিকায় স্থান করে নিতে পারেনি।

আসলে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে উচ্চ প্রযুক্তির রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটায় চীন, জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা এবং ভারতের মতো দেশগুলো বর্তমানে তুলনামূলক কম কর্মী নিয়োগ করেও শিল্প উৎপাদন সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি করেছে কিংবা সেই পথে হাঁটছে। আর এর বিরূপ প্রভাব এখন কিন্তু সরাসরি শিল্প প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে ফুটে উঠতে শুরু করেছে।

এদিকে বিশ্বের প্রথম সারির বৈশ্বিক প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে গবেষণারত সংস্থার দেয়া প্রেডিকশন মতে, আগামী ২০৩০ সালের দিকে বা তার পরবর্তী সময়ে উচ্চ মাত্রায় রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির ব্যাপক ব্যবহারের ফলে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ একাধিক সেবামূলক এবং উৎপাদন খাতে নিয়োজিত লক্ষ লক্ষ কর্মী হয়ত কাজ হারাতে পারেন। আবার প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে কিংবা অধিক মুনাফার আশায় এবং উৎপাদন খরচ কমিয়ে আনার কৌশলের অংশ হিসেবে এসব খাতে নতুন করে কর্মী নিয়োগ ভবিষ্যতে আশংকাজনক হারে হ্রাস পেতে পারে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স।

সিরাজুর রহমান (Sherazur Rahman), শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ। sherazbd@gmail.com

Sherazur Rahman (সিরাজুর রহমান) Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh.