সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকদের যুগান্তকারী আবিষ্কার!

গত ২০২৪ সালের শুরুর দিকে সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একদল গবেষক এক ধরনের অত্যন্ত পাতলা সেমিকন্ডাক্টরের ফাইবার বা তন্তু উদ্ভাবন করেছেন। যার সাহায্যে কিনা উচ্চ প্রযুক্তি নির্ভর কাপড় বা পোশাক তৈরি করা সম্ভব। আর সেমিকন্ডাক্টরের তৈরি এসব ফাইবার ৩৫০ কিলোহার্টজ পর্যন্ত সংকেত আদান প্রদান করতে পারে।

Jan 5, 2025 - 11:40
সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকদের যুগান্তকারী আবিষ্কার!
সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকদের যুগান্তকারী আবিষ্কার!

তার পাশাপাশি সাধারণ ফাইবারের তুলনায় এই উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টরের ফাইবার প্রায় ৩০ গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। গবেষকেরা এই ফাইবারের প্রযুক্তিগত সক্ষমতা ও কার্যকারিতা পরীক্ষার জন্য একটি স্মার্ট ক্যাপ তৈরি করেছেন। যার সাহায্যে কোন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি স্মার্টফোনের মাধ্যমে সংকেত গ্রহণ করে নিরাপদে রাস্তা পার হতে পারবেন। তাছাড়া এটিকে ভিন্ন ভিন্ন কাজেও এপ্লাই করা সম্ভব বলে মনে করেন এই প্রজেক্ট সংশ্লিষ্ট গবেষকেরা।

গবেষকদের উদ্ভাবিত এই নমনীয় সেমিকন্ডাক্টরের তন্তুর তৈরি স্মার্ট ড্রেসকে একবিংশ শতাব্দীর এক অভাবনীয় উদ্ভাবন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আসলে একটি দেশের উচ্চস্তরের শিক্ষা এবং গবেষণার মান ঠিক কতটা উচ্চ পর্যায়ের হলে এসব অভিনব এবং ফিউচারেস্টিক সিস্টেম উদ্ভাবন করা সম্ভব তার এক বাস্তব উদাহরণ হচ্ছে পূর্ব এশিয়ার ছোট্ট দেশ সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। 

এখানে বর্তমানে সিঙ্গাপুরসহ সারা বিশ্বের প্রায় ৩৫ হাজারের অধিক স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থী অধ্যানরত রয়েছেন। তাছাড়া বিশ্বের শীর্ষ স্থানীয় এবং সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে এই বিশ্ববিদ্যায়ের প্রধান ক্যাম্পাসটি। ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অত্যন্ত পরিকল্পিত, পরিচ্ছন্ন এবং ইনোভেটিভ বিল্ডিং প্রকল্পের জন্য ১০০% গ্রীন মার্ক প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জন করেছে। এর প্রধান ক্যাম্পাস ছাড়াও সিঙ্গাপুরের স্বাস্থ্যসেবা জেলার নভেনায় একটি মেডিকেল ক্যাম্পাসও রয়েছে।

এদিকে যুক্তরাজ্য ভিত্তিক কিউএস ওয়াল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৫ এর তালিকায় বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ ১৫তম স্থানে নিজের যোগ্য স্থান করে নিয়েছে সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয়টি। আবার টাইম হায়ার এডুকেশন র‍্যাংকিং ২০২৫ এ বিশ্ববিদ্যালয়টি রয়েছে কিনা ৩০তম স্থানে। যেখানে কিনা প্রায় ২০০ কোটির অধিক জনসংখ্যা অধ্যুষিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর কোন বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্বের সেরা ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিতে পারেনি। 

সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) হচ্ছে একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। যা গত ১৯৮১ সালের ১লা আগস্ট প্রতিষ্ঠিত হয় এবং এটি হচ্ছে দেশটির দ্বিতীয় প্রাচীনতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কলেজ অফ সায়েন্স, নানিয়াং বিজনেস স্কুল, লি কং চিয়ান স্কুল অফ মেডিসিন, কলেজ অফ হিউম্যানিটিজ, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে, গ্র্যাজুয়েট কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এবং এস সহ অসংখ্য কলেজ এবং স্কুলের সমন্বয়ে এটিকে গড়ে তোলা তোলা হয়েছে। 

তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে সিঙ্গাপুরের প্রথম সারির বেশ কয়েকটি উচ্চস্তরের রিসার্চ সেন্টার যেমন সিঙ্গাপুর আর্থ অবজারভেটরি এবং সিঙ্গাপুর সেন্টার অন এনভায়রনমেন্টাল লাইফ সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং অন্তভুক্ত রয়েছে। সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস প্রায় ৪৯০ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। যাকে কিনা বিশ্বের বৃহত্তম এবং অত্যন্ত দৃষ্টিনন্দন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিণত করেছে। 

তথ্যসূত্র:- টেক্স স্পেস টুডে, ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, উইকিপিডিয়া।

Sherazur Rahman (সিরাজুর রহমান) Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh.