বিশ্বের অন্যতম এক বিলাসবহুল প্রমোদতরী ‘আইডি কসমা’!

বর্তমানে বিশ্বের একটি অন্যতম বিলাসবহুল এবং বিশাল আকারের ক্রুইজার লাইনার শিপ হচ্ছে ‘আইডা কসমা’। এটি মূলত ইতালির মালিকানাধীন অত্যন্ত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফ্ল্যাগশিপ প্রমোদতরি।

Sep 9, 2024 - 02:30
বিশ্বের অন্যতম এক বিলাসবহুল প্রমোদতরী ‘আইডি কসমা’!

আসলে ২০ তলা ভবনের উচ্চতার সমান এই জাহাজের দৈর্ঘ্য ৩৩৭ মিটার। এর মোট ওজন ১ লক্ষ ৮৩ হাজার ২০০ টন এবং এতে থাকা ২ হাজার ৬০৫টি কেবিনে মোট যাত্রী ধারণ সক্ষমতা প্রায় ৬ হাজার ৬০০ জন। 


‘আইডা কসমা’ ক্রুইজ লাইনার শিপের ইঞ্জিনের মোট শক্তি উৎপাদন ক্ষমতা ৬১৮ মেগাওয়াট এবং গতি প্রতি ঘণ্টায় ১৭ নটিক্যাল মাইল। এটি হচ্ছে এলএনজি জ্বালানি চালিত প্রথম কোন ক্রুইজার লাইনার শিপ। 


এই জাহাজের প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে একটি আরোহণের প্রাচীর, জলের স্লাইডসহ একটি সুবিশাল সুইমিং পুল রয়েছে। তার পাশাপাশি একটি ইনডোর খেলার মাঠ এবং সকালে জগারদের জন্য একটি উচ্চ প্রযুক্তির চলমান ট্র্যাক। 


এই জাহাজটিকে গত ২০২১ সালে জার্মান ভিত্তিক আইডা ক্রুইজ শিপ ফ্লিটে অন্তর্ভুক্ত করা হয়। যাত্রীদের রসনা বিলাসের জন্য এই ক্রুইজ লাইনার শীপে ১৭টি বিশ্ব মানের ফাইফ স্টার হোটেল এবং ১১টি বার রয়েছে। এটি তৈরি করেছে জার্মানির ‘মেয়ার ওয়ারফট’ শিপ বিল্ডিং কোম্পানি।

Sherazur Rahman (সিরাজুর রহমান) Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh.