চীনের জে-১০সি সিরিজের উন্নত ফাইটার জেট কিনতে যাচ্ছে মিসর! 

মিশরের প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, বিমান বাহিনীর আধুনিকীকরণের অংশ হিসাবে, মিশরীয় সরকার ইতিমধ্যেই একটি অজানা সংখ্যক চীনা জে-১০সি সিরিজ (রপ্তানি সংস্করণ) চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে। তবে নতুন এই যুদ্ধবিমান কেনার চুক্তি মূল্য প্রকাশ করেনি দেশটি।

Sep 7, 2024 - 20:40
Sep 7, 2024 - 20:32
চীনের জে-১০সি সিরিজের উন্নত ফাইটার জেট কিনতে যাচ্ছে মিসর! 

মনে করা হয় মিশর প্রাথমিকভাবে ২৪টি থেকে ৩৬টি এই জাতীয় এডভান্স কমব্যাট এয়ারক্রাফট সহজ শর্তে ক্রয় করবে। তাছাড়া লজিস্টিক সাপোর্ট, স্পেয়ার পার্টস সাপ্লাই, ওয়েপন্স প্যাকেজ এবং প্রশিক্ষণসহ এই প্যাকেজের চুক্তিমূল্য হতে পারে আনুমানিক ২ বিলিয়ন ডলার। 

গত ১৯শে আগস্ট এই বিষয়টি নিশ্চিত করে মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত এই সিদ্ধান্ত বেইজিংয়ের সাথে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার স্বার্থে বাস্তবায়ন করতে চায় দেশটি। বিশেষ করে চলতি ২০২৪ সালে রাশিয়া-চীন নেতৃত্বাধীন ব্রিকস জোটে অংশগ্রহণের পর দেশগুলোর সাথে সম্পর্ক সুদৃঢ় করতে  (এইএসএ) রাডার সমৃদ্ধ জে-১০সি যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তি সম্পন্ন করেছে মিশরের আল ফাত্তা আল সিসি সরকার।

গত ২০২৩ সালে মিশর তার বিমান বাহিনীর অতি পুরনো ২১৮ যুদ্ধবিমান আধুনিকায়নের সিদ্ধান্ত নেয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন কিন্তু ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে এমন আশাঙ্খায় মিশরের বিমান বাহিনীর পুরনো এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়ন ও তার পাশাপাশি উন্নত অস্ত্র ও মিসাইল সরবরাহে চরম অনিহা প্রকাশ করতে থাকে। 

যার ফলে মিশর এবার পরিকল্পনা মাফিক পুরোনো যুদ্ধবিমান আধুনিকায়ন না করে চীন থেকে সরাসরি নিজস্ব কাস্টমাইজড অনুযায়ী একেবারে ব্রান্ড নিউ জে-১০সি সিরিজের যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। তার সাথে চীনের তৈরি প্রায় শতাধিক ১৪৫ কিলোমিটার রেঞ্জের পি-১৫ই হাইলি এডভান্স এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইল সংগ্রহের বিষয়টি নিশ্চিত করতে চায় কায়ারো সরকার।

আসলে আফ্রিকা মহাদেশের সবচেয়ে শক্তিশালী, বৈচিত্র্যময় ও আধুনিক বিমান বাহিনী হচ্ছে মিশরের বিমান বাহিনী। তাদের প্রথম সারির এয়ার ফ্রন্ট লাইন জেট ফাইটার হিসেবে পুরনো এফ-১৬এ/বি/সি/ডি যুদ্ধবিমান রয়েছে ২১৮টি। তবে মিশরের বিমান বাহিনীতে হাইলি এডভান্স রাফায়েল রয়েছে ২৪টি এবং দেশটি নতুন করে আরো ৩০টি হাইলি এডভান্স রাফায়েল এফ-৪ সিরিজের যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করে রেখেছে। 

তার পাশাপাশি মিশরের বিমান বাহিনীর এয়ার ফ্লীটে মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে ৪৩টি, মিরেজ-২০০০ যুদ্ধবিমান রয়েছে ১৯টি, পুরনো মিরেজ-৫ রয়েছে ৮১টি এবং লাইট গ্রাউন্ড এ্যাটাক আলফা জেট রয়েছে ১৮টি। তবে একমাত্র টুইট ইঞ্জিনের রাফাল যুদ্ধবিমান ব্যতীত ফাস্ট এ্যাটাক এন্ড এয়ার সুপিউরিটি হাইলি এডভান্স কমব্যাট এয়ারক্রাফট নেই মিশরের হাতে। তাই এবার এফ-১৬ যুদ্ধবিমান পর্যায়ক্রমে অবসরে পাঠিয়ে তার রিপ্লেসমেন্ট হিসেবে স্বল্প দামের চীনের জে-১০সি যুদ্ধবিমান দ্বারা নতুন করে এয়ার স্কোয়াডন সাজাতে চায় মিশর।

তথ্যসূত্রঃ ইউকীপিডিয়া/ভয়েস আব আমেরিকা/ইউরেশিয়া টাইমস।

Sherazur Rahman (সিরাজুর রহমান) Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh.