মহাবিশ্বের এক অতি রহস্যময় ফাঁকা ও অন্ধকারাচ্ছন্ন অঞ্চল!

অতি রহস্যময় মহাবিশ্বে লক্ষ কোটি নক্ষত্র, নেবুলা, ছায়াপথ, লোকাল ক্লাস্টার গ্রুপ এবং অন্যান্য মহাজাগতিক অবজেক্ট থাকলেও এখানে কিন্তু অসংখ্য সুবিশাল আকারের ভয়েড এরিয়া বা ফাঁকা অঞ্চল রয়েছে। এই অঞ্চল সাধারণত খুবই শীতল ও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে।

Oct 6, 2024 - 10:39
মহাবিশ্বের এক অতি রহস্যময় ফাঁকা ও অন্ধকারাচ্ছন্ন অঞ্চল!

এই ভয়েড বা ফাঁকা অঞ্চলে কিছু সংখ্যক গ্যালাক্সির অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও বাস্তবে তা এতটাই নগণ্য যে এই ভয়েড বা ফাঁকা অঞ্চলটিকে একেবারে অতি রহস্যময় এক শীতল, অন্ধকারাচ্ছন্ন এবং সুবিশাল আকারের এক শূন্যস্থান বলা চলে। 

বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে দৃশ্যমান কিংবা অদৃশ্য ভয়েড এরিয়া বা ফাঁকা অঞ্চলের আকার বা বিস্তৃতি সাধারণত ৩০ মিলিয়ন থেকে ৩০০ মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত হতে পারে। যদিও উচ্চ প্রযুক্তির টেলিস্কোপের কল্যাণে তাঁরা ইতোমধ্যেই পৃথিবী থেকে দৃশ্যমান এর চেয়ে সুবিশাল আকারের ভয়েড এরিয়া ফাঁকা অঞ্চল শনাক্ত করেছেন।

এই ভয়েড এরিয়াগুলো আসলে ঠিক কি কারণে এতটা ফাঁকা বা শূন্যস্থান হিসেবে মহাবিশ্বে বিরাজ করছে কিংবা এর ভিতরে ঠিক কি রয়েছে তার রহস্য আজও মহাকাশ বিজ্ঞানীদের কাছে অজানাই থেকে গেছে। তারা এ নিয়ে এখনো পর্যন্ত নিবিড়ভাবে গবেষণা ও পর্যবেক্ষণ চালিয়ে গেলেও এর প্রকৃত রহস্য আজও উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। 

আশির দশকে বিজ্ঞানীরা টেলিস্কোপের সাহায্যে পৃথিবী থেকে ৭০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে একটি বিশাল আকারের সুপারভয়েড এরিয়া বা ফাঁকা অঞ্চল আবিষ্কার করেন। তারা এর নাম দেন 'বুটস ভয়েড'। তবে এর চেয়েও অনেক বড় আকারের ভয়েড এরিয়া মহাবিশ্বে রয়েছে। 

প্রায় ৩৩০ মিলিয়ন আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে থাকা এই 'বুটস ভয়েড' এরিয়াকে পৃথিবী থেকে দৃশ্যমান মহাবিশ্বের বৃহত্তম ফাঁকা অঞ্চল বা শূন্যস্থানগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচনা করা হয়। মূলত ১৯৮১ সালে রবার্ট কিরশনার গ্যালাক্টিক রেডশিফ্টের একটি জরিপের অংশ হিসাবে এই সুপারভয়েড এরিয়াটিকে আবিষ্কার করেন।

'বুটস ভয়েড' নামক ফাঁকা অঞ্চলটি লানিয়াকিয়া সুপার-ক্লাস্টার এর অন্তর্গত সব থেকে বড়ো (৪৭,০০০ গ্যালাক্সি নিয়ে গঠিত) লোকাল সুপার-ক্লাস্টার ‘ভির্গো লোকাল সুপার-ক্লাস্টার’ এর কাছাকাছি ৩৩ কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। তবে প্রকাশ থাকে যে, এরিডানাস ভয়েড' নামক সুপারভয়েড এর আকার বা বিস্তৃতি হতে পারে কিনা আনুমানিক ১৮০ কোটি আলোকবর্ষ দূরত্বের সমান।

Sherazur Rahman (সিরাজুর রহমান) Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh.