বিশ্বের শীর্ষ স্থানীয় রেল নেটওয়ার্কিং সিস্টেমের দেশ!
বর্তমানে স্থলপথে পণ্য ও যাত্রী পরিবহণে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে রেলপথ। বিশেষ করে বিশ্বের বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক সিস্টেম গড়ে তুলে এক নতুন নজির সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির শিল্প এবং কল-কারখানায় কাঁচামাল পরিবহণের এক অন্যতম মাধ্যম হচ্ছে রেলপথ। তাছাড়া গত ২০২০ সালে দেশটির জিডিপিতে রেল খাতের সার্বিক অবদান ছিল প্রায় ৭৫.৮ বিলিয়ন ডলার।
আসলে আমেরিকার সারা দেশজুড়ে ছড়িয়ে থাকা রেলপথের দৈর্ঘ্য হচ্ছে প্রায় প্রায় ২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার বা তার কিছু অধিক। যা কিনা বিশ্বের শীর্ষ এবং প্রথম স্থানীয় রেলপথ হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। আমেরিকার এই সুবিশাল রেল নেটওয়ার্কিং সিস্টেমের প্রায় ৮০% শিল্প পণ্য এবং খনিজ দ্রব্য পরিবহণে ব্যবহার করা হয়।
আমেরিকার এই রেল নেটওয়ার্কিং সিস্টেমের ইউনিয়ন প্যাসিফিক রেলরোড এবং (বিএনএসএফ) রেলওয়ের মতো প্রধান রেল সংস্থার ৫৩৮টি রেলপথ দ্বারা পরিচালিত হয়। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের (Amtrak) জাতীয় যাত্রীবাহী রেল নেটওয়ার্ক সারা দেশের ৪৬টি রাজ্যজুড়ে প্রায় ৩৫ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের ৫০০টি গন্তব্যকে সংযুক্ত করেছে।
অন্যদিকে প্রায় ১ লক্ষ ৫৫ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের এক বিশাল আকারের রেলপথ তৈরি করে বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে রেড জায়ান্ট চায়না। বর্তমানে বিশ্বের সেরা ডিজিটালাইজড এবং হাইস্পিড রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে চীন। গত ২০২৩ সালের ৩০শে ডিসেম্বরের তথ্য অনুযায়ী চীনের হাই-স্পিড রেল (এইচএসআর) নেটওয়ার্ক হচ্ছে প্রায় ৪৩ হাজার ৭০০ কিলোমিটার।
তার পাশারাশি চীনের এই হাইস্পিড রেলওয়ে নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের দীর্ঘতম এবং সর্বাধিক ব্যবহৃত (এইচএসআর) নেটওয়ার্ক হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাছাড়া চীনের হাইস্পিড রেল নেটওয়ার্কিং সিস্টেম দেশটির মোট রেল নেটওয়ার্কিং এর প্রায় ২৮.১% স্থান দখল করে রেখেছে। আর এদিক দিয়ে চীন বর্তমানে কিন্তু আমেরিকা থেকেও অনেকটাই এগিয়ে রয়েছে।
এদিকে একাধিক ওয়েবসাইটের দেয়া তথ্যমতে, সারা বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে থাকা রাশিয়ার রেল নেটওয়ার্কিং সিস্টেমের দৈর্ঘ্য প্রায় ১ লক্ষ ৫ হাজার কিলোমিটার। তবে ইনসাইডার মাঙ্কি ওয়েবসাইটের দেওয়া তথ্যমতে, বর্তমানে রাশিয়ার রেলপথের মোট আকার প্রায় ৮৫ হাজার ৪৯৪ কিলোমিটার। তাছাড়া বিশ্বের আর কোন দেশই এখনো পর্যন্ত ১ লক্ষ কিংবা তার অধিক দৈর্ঘ্যের রেলপথের নেটওয়ার্ক তৈরি করতে পারেনি।
তবে বিশ্বের একক কোন বিসাল আকারের রেলওয়ে নেটওয়ার্ক হিসেবে রাশিয়ার ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে নেটওয়ার্ক শীর্ষ স্থান দখল করে রেখেছে। বর্তমানে রাশিয়ার ট্রান্স-সাইবেরিয়ান রেল নেটওয়ার্কের দীর্ঘ প্রায় ৯ হাজার ২৮৯ কিলোমিটার। যা কিনা রাশিয়ার পশ্চিমের রাজধানী শহর মস্কো থেকে শুরু হয়ে পূর্বে ভ্লাদিভোস্টক শহরে গিয়ে শেষ হয়েছে।
তথ্যসূত্র: ইনসাইডার-মাঙ্কি, ইউকিপিডিয়া, রেলওয়ে টেকনোলজি।