গত জুলাই মাসের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট এভারেজ স্পিডের দেশ ভিত্তিক চিত্র!

সারা বিশ্বের দেশগুলোর মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাটা ট্রান্সফার এভারেজ স্পিড নিয়ে প্রি মাসে তথ্য উপাত্ত প্রকাশ করে থাকে স্পিডটেস্ট (ওকলা) নামক ওয়েবসাইট। তাদের গ্লোবাল ইনডেক্সের দেয়া তথ্যমতে, চলতি ২০২৪ সালের জুলাই মাসে সারা বিশ্বে ব্যবহৃত গড় ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড স্পিড ৯৩.৯৪ এমবিপিএস এবং আপলোড স্পিড ৪৭.৭৭ এমবিপিএস ছিল। যার মধ্যে বাণিজ্যিকভাবে ব্যবহৃত সবচেয়ে হাইস্পিড ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদান করে মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত।

Sep 7, 2024 - 21:07
Sep 7, 2024 - 20:54
গত জুলাই মাসের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট এভারেজ স্পিডের দেশ ভিত্তিক চিত্র!

স্পিডটেস্ট ওকলা ওয়েবসাইটের (গ্লোবাল ইনডেক্স) দেয়া তথ্যমতে, চলতি ২০২৪ সালের জুলাই মাসের হিসেব অনুযায়ী সারা বিশ্বের মধ্যে প্রথম স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাটা ট্রান্সফারের গড় হার ছিল ২৯১.৮৫ এমবিপিএস। আর ২৯০.৮৬ এমবিপিএস স্পিড নিয়ে পূর্ব এশিয়ার ছোট্ট দেশ সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে এবং ২৭৭.২৬ এমবিপিএস স্পিড নিয়ে হংকং তৃতীয় স্থানে রয়েছে।

তবে মোবাইল ইন্টারনেট স্পিডের বিবেচনায় এভারেজ ৩৫৯.৮৫ এমবিপিএস মোবাইল ইন্টারনেট স্পিড নিয়েও সারা বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম। অন্যদিকে শহর ভিত্তিক মোবাইল ইন্টারনেট স্পিডের দিক দিয়ে এভারেজ ৪৫১.০২ এমবিপিএস ডাউনলোড স্পিড নিয়ে প্রথম স্থানে রয়েছে কাতারের ‘আর রায়ান’ শহর এবং ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিডের দিক দিয়ে এভারেজ ৩২০.৪৭ এমবিপিএস ডাউনলোড স্পিড নিয়ে প্রথম স্থানে রয়েছে চিলির ‘ভালপারাইসো’ শহর।

তাছাড়া হাইস্পিড ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে চতুর্থ স্থানে থাকা চিলি ২৬৩.৮৯ এমবিপিএস এবং ২৪৩.১০ এমবিপিএস স্পিড নিয়ে আমেরিকা পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে ষষ্ঠ স্থানে থাইল্যান্ড ২৩১.৮৬ এমবিপিএস, ৭ম স্থানে আইসল্যান্ড ২২৬.২৮ এমবিপিএস, ৮ম স্থানে ফ্রান্স ২২৬.২১ এমবিপিএস, ৯ম ডেনমার্ক ২১৯.৪৪ এমবিপিএস এবং ১০ম স্থানে স্পেনের ডাউনলোড স্পিড ছিল ২০৭.৯০ এমবিপিএস।

যদিও বিশ্বের শীর্ষ ২য় অর্থনীতির দেশ রেড জায়ান্ট চীনের একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড স্পিড ছিল ২০৭.৬৬ এমবিপিএস। তাছাড়া ৮৭.৬১ এমবিপিএস স্পিড নিয়ে বিশ্বের অন্যতম সামরিক সুপার পাওয়ার রাশিয়ার নাম রয়েছে ৬১ তম স্থানে। এই তালিকায় ৪৬ তম স্থানে থাকা যুক্তরাজ্যের ডাউনলোড স্পিড ছিল ১০৭.৪৭ এমবিপিএস, ১৬ তম স্থানে জাপানের ১৯৪.০৫ এমবিপিএস এবং ১৫৭.৭২ এমবিপিএস এভারেজ স্পিড নিয়ে দক্ষিণ কোরিয়া ২৮ তম স্থানে রয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের দুই প্রবল বৈরী প্রতিদ্বন্দ্বী ইসরাইল ২০৩.৬৭ এমবিপিএস স্পিড নিয়ে ১২ তম স্থানে থাকলেও এবং ইরান মাত্র ১৪.৯৫ এভারেজ এমবিপিএস ডাউনলোড স্পিড নিয়ে ১৪৬ তম স্থানে রয়েছে। তাছাড়া ৪২.৬৯ এমবিপিএস স্পিড নিয়ে তুরস্ক ১০৭ তম স্থানে এবং ৪০.৬৫ এমবিপিএস স্পিড নিয়ে আজারবাইজান ১০৯ তম স্থানে রয়েছে।

গত জুলাই মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ব্যবহৃত এভারেজ হাইস্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড স্পিড কিন্তু বেশ চমক দেখিয়েছে। প্রতিষ্ঠানটির দেয়া প্রেডিকশন মতে, ২৯১.৮৫ এমবিপিএস স্পিড নিয়ে সারা বিশ্বের মধ্যে ১ম স্থানে নিজের নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর পাশাপাশি ১১১.৮৬ এমবিপিএস স্পিড নিয়ে ৪৫ তম স্থানে রয়েছে সৌদি আরবের নাম। এদিকে ২০ তম স্থানে কুয়েতের ১৮১.৪১ এমবিপিএস, ২৫ তম স্থানে কাতারের ১৬২.৫৮ এমবিপিএস, ১৪৬.৪৭ এমবিপিএস স্পিড নিয়ে জর্ডান ৩৩ তম স্থানে এবং ৭১.২৩ এমবিপিএস এভারেজ স্পিড নিয়ে ওমান রয়েছে ৭৭ তম স্থানে।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৭৩.৩৩ এমবিপিএস স্পিড নিয়ে নেপাল ৭৫ তম স্থানে, তম স্থানে, এভারেজ ৬৩.৮৮ এমবিপিএস স্পিড নিয়ে ভারত ৮৬ তম স্থানে, ৪৮.২৮ এমবিপিএস স্পিড নিয়ে বাংলাদেশ ১০১ তম স্থানে, ২২.৮১ এমবিপিএস স্পিড নিয়ে শ্রীলঙ্কা ১৩১ তম স্থানে, ১৫.৩৯ এমবিপিএস স্পিড নিয়ে পাকিস্তান ১৪৫ তম স্থানে রয়েছে। স্পিডটেস্ট র‍্যাংকিং এ একেবারে শেষের দিকে মাত্র ৩.৫৬ এভারেজ এমবিপিএস স্পিড নিয়ে আফগানিস্তান ১৬২ তম স্থানে নিজের নাম লিখিয়েছে।


তথ্যসূত্রঃ স্পিডটেস্ট ওকলা।

লেখক : সিরাজুর রহমান, (Sherazur Rahman),শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ। 

Sherazur Rahman (সিরাজুর রহমান) Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh.