আকাশগঙ্গা ছায়াপথে লুকিয়ে থাকা এক রহস্যময় শীতল স্থান!

আমাদের চিরচেনা আকাশগঙ্গা ছায়াপথের কোন অঞ্চলটি খুবই শীতল এবং অন্ধকারাচ্ছন্ন তা নিয়ে কয়েক দশক থেকেই নিবিড়ভাবে গবেষণা করে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও গবেষণা করে দেখেছেন যে, শুধু আমাদের সোলার সিস্টেমে সবচেয়ে শীতল স্থান হতে পারে ডুয়ার্ফ প্লানেট প্লুটোর সারফেস।

Nov 19, 2024 - 16:21
আকাশগঙ্গা ছায়াপথে লুকিয়ে থাকা এক রহস্যময় শীতল স্থান!
আকাশগঙ্গা ছায়াপথে লুকিয়ে থাকা এক রহস্যময় শীতল স্থান

তাদের মতে প্লুটোর ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা হতে পারে আনুমানিক মাইনাস - ২৩০ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) প্লুটো ও তার চাঁদ এবং তার পাশাপাশি অতি রহস্যময় কুইপার বেল্ট নিয়ে গবেষণার উদ্দেশ্যে এক উচ্চ প্রযুক্তির নিউ হরাইজন্স (New Horizons) স্পেস-প্রোব গত ২০০৬ সালের ১৯শে জানুয়ারি প্রেরণ করেছিল।

এই নিউ হরাইজন্স স্পেস-প্রোব পরিকল্পনা মাফিক প্লুটোকে কাছ থেকে পর্যবেক্ষণ করে ফ্লাই বাই করে চলে যাওয়ার সময় এতে থাকা উচ্চ প্রযুক্তির সেন্সর দিয়ে এর সারফেসের অতি শীতল তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেন। তবে তাঁরা মনে করেন আমাদের সোলার সিস্টেমের অতি শীতল অঞ্চল কিন্তু বামন প্লুটো গ্রহ নয়।

বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, আমাদের সোলার সিস্টেমের একেবারে শেষ অংশ হিসেবে বিবেচিত ‘ওর্ট ক্লাউড’ হতে পারে হয়ত সবচেয়ে শীতল ও অন্ধকারাচ্ছন্ন অঞ্চল। ‘ওর্ট ক্লাউড’ হল একটি বিস্তীর্ণ ঠান্ডা অঞ্চল যেখানে পানি, মিথেন, ইথেন এবং আরও অনেক অজানা অবজেক্ট চরম মাত্রায় ফ্রিজিং অবস্থায় সোলার সিস্টেম সৃষ্টির শুরু থেকেই রয়ে গেছে। যা এখনও পর্যন্ত বিজ্ঞানীদের একেবারেই ধারণার বাহিরে রয়ে গেছে।

বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, ওর্ট ক্লাউডের একেবারে গভীরে গড় তাপমাত্রা হতে পারে কিনা আনুমানিক মাইনাস - ২৬৮ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া এই অঞ্চলটি কুইপার বেল্টের শেষ থেকে শুরু হয়ে ২,০০০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (এইউ) থেকে প্রায় ১,০০,০০০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (এইউ) পর্যন্ত ছড়িয়ে থাকতে পারে। যেখানে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (এইউ) সমান ১৪৯.৫৬ মিলিয়ন কিলোমিটার ধরা হয়।

যদিও বিজ্ঞানীরা মনে করেন যে, ওর্ট ক্লাউড অতি শীতল স্থান হলেও প্রায় ১ লক্ষ আলোকবর্ষ ডায়ামিটারের আকাশগঙ্গা ছায়াপথে সবচেয়ে শীতল অঞ্চল কিন্তু আমাদের সোলার সিস্টেমে নয়। বরং তারা মনে করেন যে, ‘বুমেরাং’ নেবুলা হয়ত মহাবিশ্বের একটি অবিশ্বাস্যভাবে অতি মাত্রায় একটি শীতল স্থান হতে পারে। ‘বুমেরাং’ নেবুলা হচ্ছে একটি প্রোটো প্ল্যানেটারি নেবুলা এবং এটি পৃথিবী থেকে আনুমানিক ৫ হাজার আলোকবর্ষ দূরে সেন্টোরাস নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে।

আকাশগঙ্গা ছায়াপথে লুকিয়ে থাকা রহস্যময় এই ‘বুমেরাং’ নেবুলা বা নীহারিকা অঞ্চলের গড় তাপমাত্রা হতে পারে কিনা আনুমানিক কেলভিন ১ বা মাইনাস - ২৭২ ডিগ্রি সেলসিয়াস। তবে এটিই যে মহাবিশ্বের সবচেয়ে শীতল অঞ্চল বিষয়টি তা কিন্তু মোটেও নয়। আসলে বর্তমানে প্রচলতি প্রযুক্তির শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা ও পর্যবেক্ষণ করে এখনো পর্যন্ত এই স্থানটিকে অতি মাত্রায় ঠান্ডা বা ফ্রিজিং পয়েন্ট অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, নাসা, স্পেস।

Sherazur Rahman

Sherazur Rahman (সিরাজুর রহমান) Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh.