পৃথিবীর আকাশে দেখা যাবে দ্বিতীয় চাঁদ

পৃথিবীতে নতুন আরেক একটি চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Sep 25, 2024 - 00:24
পৃথিবীর আকাশে দেখা যাবে দ্বিতীয় চাঁদ

মহাকাশে  ঘটতে চলেছে এক বিরল ঘটনা। ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবী নতুন আরেক একটি চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন  জ্যোতির্বিজ্ঞানীরা।

তবে, এ নতুন চাঁদটি এক গ্ৰহানু। এ গ্ৰহানু নাম হলো ২০২৪ পিটিএ।  ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর দেখা মিলবে এর দ্বিতীয় চাঁদটি। কিন্তু খালি চোখে নয়, কমপক্ষে ৩০ ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে এই দ্বিতীয় চাঁদ দেখা যাবে।

নতুন এই ক্ষুদ্র চাঁদকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনি- মনু ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন।

রিসার্চ নোটিশ অব দ্য আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, আগামী ২৯  সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এরপরে এটা আবার মহাকাশের অন্য অংশ যাত্রা করবে।

হার্ভাডের গবেষক ফেদেরিকা বলেন যে, এটা বেশ আকর্ষণীয় একটি ঘটনা। তিনি আরো বলেন: এই ঘটনাকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা একই ধরনের মহাকাশ বস্তু সম্পর্কে ভালোভাবে ধারণা পেতে পারবেন। 

এমন ঘটনা প্রথম না, আগেও এমন অস্থায়ী চাঁদ দেখা গেছে। একই ঘটনা ঘটেছে মাত্র দুবার। এই গ্ৰহানু ২০০৬ সালে ও ২০০৭ সালে ৯ মাস ধরে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। এটা নিয়ে দ্বিমত রয়েছে একটু, অনেকে মনে করেন যে, এটা আসলেই পৃথিবীকে ১৮ মাস প্রদক্ষিণ করেছিলো।

অন্যটির নাম হলো, ২০২০ সিডিও। ২০২০ সালের মার্চের পৃথিবীর কক্ষপথের ত্যাগ করে।